ডায়রির_পাতা

ডায়রির_পাতা

শৃঙ্খলা ময় জীবন বৈষম্য,
তীক্ষ্ণ গর্জন,পিঁপড়ে রাণীরও।
নাটকীয় প্রত্যাবর্তন,মরে যাওয়া কঙ্কালের।
নিত্য জীবন,প্রতিনিয়ত মরণের।
কি চাই আর?নবীন নাকি প্রবীন?
ক্ষমতার দুর্বলতা?নাকি দূর্বলতায় গড়া শক্তি?
কি চাই তোমার?
Natural Beauty.specialtyintelligencee.blogspot.com
মাটির প্রাসাদ?নাকি এক খণ্ড মাটি?
যা দিয়ে বেচে থাকবে সারাটি জীবন!
সব সময় বিশিষ্ট না হওয়ায় ভালো,
উত্তম হলো অবশিষ্ট হওয়া।
চাওয়ার চাইতে চাহিদা হওয়া টা,
উত্তমের চেয়ে ঊর্ধ্ব।
এটাতেই জীবন নামক লবনের শেষ পরিণতি টা হতে পারত।
হতে পারত একটি সুন্দর পরিধি।
তবে লবণ মিশে যায় অন্য কিছুতে।
আর তাই হয়, যা লবনের হয়ে থাকে।
অতঃপর সমাপ্তি হয় ;ডায়রির একটি পাতার।
সে নিজেকে বোঝাতে চেষ্টা করে।
কি বুঝে সে?সে নিজেও হয়ত বুঝে না!
তবে ডায়রির পাতায় তার লিখা বর্ন বৈষম্য গুলো থেকে যায়।
হয়ত এটাকে অমর বাণী বলে চালিয়ে দেওয়ার আশায়।

No comments

Powered by Blogger.