Our Steps

  • আপনি যা করতে ইচ্ছুক তাই করুন, তবে সেটা যেন দেশের উন্নতির কাজে আসে।
  • বাংলাদেশ আমাদের দেশ। আমাদের দেশের আজ কোথায় থাকার কথা আর কোথায় পরে আছে।১৬ কোটি মানুষ আমাদের, অনন্য দেশের তুলনায় কম না। ঠিক অন্য দেশে এক কোটি মানুষ থেকে হাজার হাজার জিনিয়াস দের দেখা পাওয়া যায়। আমাদের দেশে তো পাওয়া যায় না। জিনিয়াসদের হাতে গোনা কয়েক জন। ১৬ কোটি মানুষ থেকে হাতে গোনা&nbsp; কয়েক নিয়ে দেশ কখন উন্নত হতে পারে না। আমাদের খুব কাছের দেশ মালয়শিয়া ১৯৬৩ সালে স্বাধীনতা লাভ করে। আজ তারা কোথায় অবস্থান করছে আর আমরা কোথায়। আমাদের দেশে হাজার মেধাবী আছে কিন্তু তারা তাদের মেধার সঠিক ভাবে ব্যবহার করতে পারছে না। কেনো পারছে না? <br>
  • কারন সবাই চায় তাদের সন্তান ডক্টর ইনজিনিয়ার হোক কেউ দেশের জন্য কিছু করতে চায় না। সবার উদেশ্য টাকায় মেধায় না। একটি সন্তান কি চায় তা আমাদের অবিভাবক বুঝতে চায় না। আর সেই সব সন্তানদের জন্যই আমাদের পদক্ষেপ (SPCI) এখানে আপনি&nbsp; কি করতে চান আপনাকে তাই করতে দেওয়া হবে।&nbsp; আপনার মেধা কে সঠিক জায়গায় উপস্থাপন করতেই আমাদের এই&nbsp; পদক্ষেপ। আমাদের পাশে থাকার জন্য রাস্তায় রাস্তায় দৌড়াতে হবে না। ঘরে বসে আমাদের&nbsp; (FB) Group&nbsp; জয়েন করুন এবং পেজ এ লাইক দিন। আপনি কি করতে চান, আমরা তাই&nbsp; করতে আগ্রহী। কারো দিকে তাকিয়ে বা থেকে নিজের দিকে তাকানোর চেস্টা করেন।<br>
  • কে কি করলো সেটা না ভেবে নিজে কি করলেন বা নিজে কি করেছেন সেটা নিয়ে ভাবুন।&nbsp; ধরুন আপনার আর আপনার বন্ধুর মাঝে ঝগড়া বাধল তখন আপনি কি করেন সবসময় আপনার বন্ধুর দোষটাই দেখেন কিন্তু নিজেরটা না দেখে। তার ফলে স্বরূপ আপনাদের দূরত্ব বেড়ে যায়। যদি দুজনেই দুজনের দোষটা দেখতেন তাহলে কও হতো আপনাদের সম্পর্কটা আরো সজীব হয়ে যেত। ঠিক এভাবেই অন্য কি করলো সেটা নিয়ে চিন্তা না করে নিজে কি করলেন সেটা ভাবুন। সাথে দেশ কে নিয়ে ভাবার চেষ্টা করুন। নিজের মেধা কে কাজে লাগিয়ে দেশ কে এগিয়ে নিয়ে যান। আপনার পাশে আর কেউ না থাকুক আমরা আছি এবং থাকবো। <br>
  • আসুন দেশ কে ভালোবাসি এবং দেশকে বিশ্বের মধ্যে দাড় করানোর এই তো সময়,, (SI)//|

No comments

Powered by Blogger.