নতুন এবং নবীন এই গ্রুপটিতে আপনাদের স্বাগতম জানায়। অনেকের মাঝে হয়ত একটু বিরক্তি আবার অনেকের মাঝে হয়ত একটু জানার ইচ্ছা আছে যে কেন এই গ্রুপ। আমি ধাপে ধাপে জানায় বিরক্তিকর হবে না আশা করি। শুধুমাত্র এক মিনিট সময় দিয়ে পড়ুন আশা করি ভালো লাগবে। অনেক দিন আগের কথা, আদিম মানুষ এক হয়ে বাস করত। বসবাসের জন্যই সমাজের সৃষ্টি করেছিল মানুষ। মূল কথা হলো আপনারা বুদ্ধিমান বলেই অতি জলদি বুঝে ফেললেন পরে কি বলব। এমন অনেকে আছেন যে আমার লাইনের পর লাইন কোনটা হবে বলে দিতে পারবেন আবার অনেকে আছেন আমার লিখা দেখে বলে দিতে পারবেন আমি কতুটুক পড়ালেখা করেছি। সব বুদ্ধি এবং অভিজ্ঞতা। বেস এটুক বলার ছিল। বাকিটা হলো আপনাদের এই বুদ্ধি আপনারা অনেক সময় নষ্ট করেন এটা সত্য এবং অপরিবর্তনীয় যেটা আমি করি। আবার অনেক সময় হয় যখন চাইলেও বুদ্ধি খরচ করতে পারি না কারণ সেটা বসে থাকতে থাকতে মরিচা ধরা লোহায় পরিণত হয়ে যায়! আরো বিশ সেকেন্ড আছে। আমাদের কাজটা বলি, আমরা আপনাদের বুদ্ধি এবং অভিজ্ঞতা দেখতে চাই। আপনাদের বুদ্ধিমত্তা এবং পারদর্শিতা যে বিষয়কে ঘিরে আমরা সে বিষয় নিয়ে আপনাকে বিভিন্ন মিশন বা টাস্ক দিবো এবং আপনার লেভেল যাচাই করব। বুঝলেন না?আমরা চাই আপনি সে টাস্ক গুলো পূরণ করে জিতে নিন পুরুষ্কার। (বিঃদ্রঃ- টাস্ক পূর্ণ করার পর) এতটুকুতে যদি পরিষ্কার না হয় তাহলে নক করুন আমাদের মধ্যে যে কাউকে। আরো একবার জানিয়ে দিতে চাই, কাজে লাগান আপনার প্রতিভা বসিয়ে রাখলে মরিচা ধরবে।
No comments