Types Of Work

  • মূলত আমাদের কোন বিষয়ে নির্ধারিত কোন কাজ নেই। যে যা ভালো করে কারতে পারেন বা যে যে কাজে দক্ষ তাই আমরা আপনাকে দিয়ে করানো হবে। যেমনঃ বই লেখা, কবিতা, উপন্যাস, যে কোন বিষয়ে সঠিক সমাধান, Developer, Photographer যেকোনো কাজ।
    যেটা আপনি পারেন বা করতে ভালো লাগে। আপনি শুধু আমাদের Facebook_Group এ একটি পোস্ট এবং আমাদের Facebook_likepage এ গিয়ে একটি Message করে আমাদের কাছে আপনার মূল্যবান কাজ গুলো আমাদের কাছে বলার জন্য আনুরোধ রইলো। আপনার যা আছে তা নিয়ে খুশি থাকুন এবং চেষ্টা করুন কিছু নেই বলে থেমে যাবেন না। থেমে গেলেন তো হেরে গেলেন। ভাই কারো কিছু নেই আমরা তো আছি। শিক্ষাগত যোগ্যতা যার যেমনটাই থাকুক না কেনো আমাদের কাছে শিক্ষার থেকেও দামি হলো মেধা।
    কাজের পাশাপাশি আপনাদের মেধা ও যাচাই করা হবে। যারা সফল হবে তাদের জন্য বিশেষ কিছু থাকবে। <br>
  • আমরা যাই করবো মনে থাকে যেনো সেটা দেশের উপকারের জন্য এই সব কিছু

No comments

Powered by Blogger.