বৃষ্টি_তোমায়_ধন্যবাদ

বৃষ্টি_তোমায়_ধন্যবাদ

আজ কান্না করব,
চিৎকার করে কান্না করব।
জমানো ব্যথা নিয়ে,
জমানো নিরোৎসাহ নিয়ে।
আজ কান্না করব,
কেউ দেখবে না আমার কান্না,
Natural Beauty.specialtyintelligencee.blogspot.com

শুনবে না কান্নার শব্দ।
আজ বৃষ্টির শব্দে,
মিশে যাবে কান্নার শব্দ।
কেউ বা ভাববে আনন্দ করছি,
বৃষ্টির মোহনীয় বিন্দুগুলোতে,
বৃষ্টির নিরব হীন আওয়াজে।
আজ কষ্ট দেখাবো,
বৃষ্টির অন্ধকারে।
কেউ দেখবে না,
কেউ বুঝবে না।
মিশে যাবে অন্ধকারে,
কষ্ট বিন্দু গুলো
আজ কষ্ট দেখাবো,
বৃষ্টি তোমার মাঝে।
স্মৃতি ভুলে,অতীত ভুলে।
বৃষ্টি, তোমায় ধন্যবাদ,
বৃষ্টি, তোমায় ধন্যবাদ।
আবার এসো

No comments

Powered by Blogger.