মৃত্যুর প্রহর

মাঘের শীত এখন বাঘের গায়েও লাগার কথা লাগছে ও বোধ হয় কিন্তু সীত টা আমার গায়ে একবারেই মনে হয় লাগছে না। মনের কষ্টের যে আগুন জ্বলছে তার ক্ষমতা মনে হয় -60° এরও বেশি হবে। তবে তা নিয়ে আমি ভাবিনি। এলোমেলো পথ ধরে হাটঁছি আমি,গন্তব্য কিন্তু এখনও ঠিক করিনি খুব দেখতে ইচ্ছে না হলেও, ইচ্ছেটা যতটুকুই হচ্ছে তা এই বিশ্ব ভ্রম্যন্ডকে ধ্বংস করতে যথেষ্ট।
তবে আমি শিখে গিয়েছি কীভাবে কষ্টটাকে কষ্টের আড়ালে রাখতে হয়। কারন আমি আমার বাবা মায়ের একটাই ছেলে।আসলে বাবা মা আর পরিবারের কথা চিন্তা করেই ঐদিন তার হাতটা ছেড়ে দিয়েছিলাম। তোমার কণ্ঠ টাকে এখনও শুনতে পাই খুব বেশি। এখন আরো একটু বেশি শুনতে
পাচ্ছি,কেন যানিনা।

তোমাকে মানে তাকে ছেড়ে দিয়েছিলাম যেই পরিবারের কথা চিন্তা করে তাদের কাছেই আজ আমি একটা বোঝা তাই সবাইকে সবার মত সুখে রেখে। আমি আমার শেষ গন্তব্য টাকে বেছে নিয়েছি।আসলে আমার বললে ভুল হবে প্রত্যেক মানুষেরই শেষ গন্তব্য সেটা।
২১টা স্লিপিং পিল খেয়ে বাড়ি থেকে বের হয়েছি যানিনা আর বাড়ি ফিরতে পারব কি না।রঙিন পৃথীবি এখন আমার কাছে সাদা কালো হয়ে এসেছে, যানিনা আর কতক্ষন তাকিয়ে বা চোখ মেলে থাকতে পারবো একটি কদম গাছের নিচে দু'পা এলিয়ে বসে পরেছি এই কি তুমি? তুমি এসেছো আমি বিশ্বাসই করতে পারছি না।
ওহ মৃত্যুর কাছাকাছি এসে তো মানুষ তাদের প্রিয়জনদের দেখতে পায়,আমিও বোধহয় তাই তোমাকে দেখছি। চিন্তাশক্তি অতি দ্রুত হ্রাস পাচ্ছে, চোখ দুটি আর মেলে রাখা সম্ভব না। কিন্তু তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আমি আর পারছিনা, এটাই বোধহয় আমার অনিশ্চিত ভাঙা ঘুম।বিদায় পৃথিবী, বৃথা তোমাদের জগৎ, কারন তোমরা যে সুখটা খুজে বেড়াও সেটা তো তোমাদের হাতেই থাকে,কিন্তু তোমরা বোঝার চেষ্টা করোনা।
আমি আসছি প্রভু তোমার কাছে এক্ষুণি আসছি

লেখকঃSeikh Jorden

2 comments:

Powered by Blogger.