আপন_আলোয়

আপন_আলোয়

এটাই পৃথিবী,যেটাতে আমরা আছি,
আমি আছি,তুমি আছো।
এটাই পৃথিবী,
যেখানে আলো বাতাসের কমতি আছে।
আছে কমতি গাছ-পালার।
আরেক টা জিনিসের খুব বেশি কমতি আছে।
জানতে চাও?মানতে পারবে?
আমার অস্তিত্বের।
তোমার অস্তিত্বের।
Natural Beauty.specialtyintelligencee.blogspot.com
আমরা বলে থাকি, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা।
অস্তিত্ব মুছে যাওয়ার কথা।
আমরা বলে থাকি,
চলে যাওয়ার কথা,মুছে যাওয়ার কথা।
সব মিলিয়ে,
এটাই পৃথিবী।
এটাই পৃথিবী,
যেখানে মানব চর্ম দেখে ভালোবাসার কথা হয়,
প্রতিশ্রুতি গুলো আবদ্ধ হয় বাক ধ্বনি তে,
নির্মমতা হ্রাস করে দেয় মানসিকতার ভালো দিক।
অতঃপর বলতে হয়, এটাই পৃথিবী।
এটাই পৃথিবী,
যেখানে দৃশ্যমান বস্তুগুলোকে বাস্তব বলে থাকি,
কল্পনা কে অসম্ভব বলে রেখে দিয়ে থাকি,
কোথায় রাখি!
নরম তুলোর গড়া বালিশের নিচে,
যার উপর মাথা দিয়ে শুয়ে থাকে, এক খণ্ড চাঁদ।
এটাই পৃথিবী,যাকে ডায়রির একটি পাতায় টাই দিয়েছি।
আজও শেষ হল একটি পাতা,বলা হল আমার পৃথিবী কে নিয়ে।
এটা একটি পাতা,যেটা আমার পৃথিবী।

No comments

Powered by Blogger.