তুমি আমার প্রাণ

তুমি আমার প্রাণ
কে এস আব্বাস

তুমি আমার মনের ঘরে
সদ্য ফোটা ফুল,
তোমায় চিনতে জানি আমি
করিনি কোনো ভুল।

তুমিহীনা আকাশ আমার
কালো মেঘে ঢাকা,
হৃদয় জুড়ে তোমার ছবি
সব টুকুতেই আঁকা।

তুমি আমার আকাশ বাতাশ
তুমি চাঁদের আলো,
তুমি আমার জীবন মরন
তোমায় বাসি ভালো।

তুমি আমার অন্ন বস্ত্র
রাখবো তোমার মান,
তুমি আমার ভালোবাসা
তুমি আমার প্রান।

No comments

Powered by Blogger.