রহস্য জীবন
রহস্য জীবন
মুহাম্মদ ওসমান গনি
আগমন ব্যর্থতা নিয়ে গড়ে উঠা,
জীবনের শেষটা, সফলতা গড়ে উঠার ব্যর্থতায়।
মানব জনম কি এই দুইয়ের মাঝে বন্দি?
মানব জীবন কি জন্ম মৃত্যুর কারাগার?
মানব ইতিহাস কি এসব কিছুর দরবার?
মানবের কত শত মত আর রূপ রাজ্য।
বোন-মা,ভাই-বাবা,বন্ধু, শত্রু সব কিছুই
বিশ্বাসের এক একটি রূপ।
বিশ্বাস!বিশ্বাস আত্মবিশ্বাসের খুটি।
যে খুটিতে ভর করে মানব সন্তান পাড়ি দেয়।
পাড়ি দেয় তার যন্ত্রণা নামক সুন্দর জীবন!
যে জীবনকে বিষাক্ত মনে করে সে ফেলনা ভাবে।
মানব আগমন সত্যিকার অর্থে ব্যর্থতা নিয়ে গড়া।
এক একটি হোচট তার শেষ শক্তিটাও শোষে নেয়।
শোষে নেয় জীবনের শেষ ইচ্ছা শক্তির জোর।
মানবটি তবুও বেঁচে থাকে,
বেঁচে থাকতে হয়।
তার স্বপ্ন তাকে বাচিয়ে রাখে,
তার মাঝে থাকা হাজার হাজার উত্তরহীন প্রশ্ন তাকে বাচিয়ে রাখে।
সে বেঁচে থাকে।
তার আগমনের বার্তা তখনো ছড়িয়ে দিতে চেষ্টা করে,
যখন সে তার শেষ সময়ে।
যখন তার নিশ্বাসেরও শেষ কণা শেষ হয়ে যায়।
মানব জনম রহস্য নিয়ে তৈরী,
তার মরণ সময় টাও।
প্রশ্ন ব্যাকুলতা মানবকে বাচতে শিখায়,
সে বেঁচে থাকা রহস্যময় আবিষ্কার।
মুহাম্মদ ওসমান গনি
আগমন ব্যর্থতা নিয়ে গড়ে উঠা,
জীবনের শেষটা, সফলতা গড়ে উঠার ব্যর্থতায়।
মানব জনম কি এই দুইয়ের মাঝে বন্দি?
মানব জীবন কি জন্ম মৃত্যুর কারাগার?
মানব ইতিহাস কি এসব কিছুর দরবার?
মানবের কত শত মত আর রূপ রাজ্য।
বোন-মা,ভাই-বাবা,বন্ধু, শত্রু সব কিছুই
বিশ্বাসের এক একটি রূপ।
বিশ্বাস!বিশ্বাস আত্মবিশ্বাসের খুটি।
যে খুটিতে ভর করে মানব সন্তান পাড়ি দেয়।
পাড়ি দেয় তার যন্ত্রণা নামক সুন্দর জীবন!
যে জীবনকে বিষাক্ত মনে করে সে ফেলনা ভাবে।
মানব আগমন সত্যিকার অর্থে ব্যর্থতা নিয়ে গড়া।
এক একটি হোচট তার শেষ শক্তিটাও শোষে নেয়।
শোষে নেয় জীবনের শেষ ইচ্ছা শক্তির জোর।
মানবটি তবুও বেঁচে থাকে,
বেঁচে থাকতে হয়।
তার স্বপ্ন তাকে বাচিয়ে রাখে,
তার মাঝে থাকা হাজার হাজার উত্তরহীন প্রশ্ন তাকে বাচিয়ে রাখে।
সে বেঁচে থাকে।
তার আগমনের বার্তা তখনো ছড়িয়ে দিতে চেষ্টা করে,
যখন সে তার শেষ সময়ে।
যখন তার নিশ্বাসেরও শেষ কণা শেষ হয়ে যায়।
মানব জনম রহস্য নিয়ে তৈরী,
তার মরণ সময় টাও।
প্রশ্ন ব্যাকুলতা মানবকে বাচতে শিখায়,
সে বেঁচে থাকা রহস্যময় আবিষ্কার।
No comments