অতীত
অতীত
এই ছেলেটি সত্যবাদী,
মিথ্যা বলতে পারে না।
এই ছেলেটি নিষ্ট অতি,
চৌকাঠ ও পার করে না।
এই ছেলেটি বই পড়ে রোজ,
সকাল সন্ধে মানে না।
রোজ বিকেলে গান, কবিতা।
রোজ রাতে তার পড়া লেখা।
রোজ ফজরে সূর্য দেখে,
সূর্য তাকে দেখে না।
এই ছেলেটি ভদ্র অতি,
অভদ্রতা বোঝে না।
এই ছেলেটি ছুটে নি কখনো,
খেলা ধুলা সে করে না।
এই ছেলেটি অস্ত রবি,
যার খোজ তুমি পাবে না।
এই ছেলেটি হারানো অতীত,
সৎ মানবের নিশানা।
No comments