কাঁদিস কেনো তোরা
কাঁদিস কেনো তোরা
বাঘের চোখে জল মানায় না
রাগটা রাখ তুলে,
সুযোগ পেলে ঘাড় কামরাবি
যাসনা যেন ভুলে।
হেরেছি তাতে কি হয়েছে
লড়াই করে হেরেছি,
ভালো দলের মাঝেও আমরা
ফাইনাল খেলতে পেরেছি।
বাঙ্গালি যে বীরের জাতি
তোরাই হলি তার প্রমান,
ক্রিকেট বিশ্বে কে আছে আর
দেশ প্রেমিক তোদের সমান।
তোরা কাদলে দেশও কাদে
ঝরে সবার চোখের জল,
ভুলে যাসনি তোরাই হলি
বাঙ্গালির শক্তি, সাহস বল।
তোদের খেলায় বিশ্ব খুশি
খুশি ক্রিকেট পাড়া,
তবে কেন মাথা নিচু
No comments