চোখের মাঝে.

চোখের মাঝে
কে এস আব্বাস

চোখের মাঝে চাঁদের আলো
পাশে মেঘের জল,
চোখের মাঝে অথৈই সাগর
রোদদুরে ঝলমল।

চোখের মাঝে বুনো আগুন
আবার বোকা সুখ,
চোখের মাঝে চক্ষু রেখে
হর্সে ভরে বুক।

চোখের মাঝে পূর্ন ছোয়া
চোখেই লোভী পাপ,
চোখের ভাষায় ব্যর্থ হলে
বদ্ধ অভিশাপ।

চোখের মাঝে মরণ ডাকে
আবার ডাকে প্রাণ,
চোখের টানে চোখ না পেলে
মুক্ত অভিমান।

চোখের মাঝে আরকি থাকে
ফুল নদী ও ঘাস,
চোখের মাঝেই সুর অসুরে
আজব বসবাস।

No comments

Powered by Blogger.