চিড়া শহর
চিড়া শহর
চিড়া শহরের প্রান্ত খোজেছি, মহান কারো পিছু নিয়েছি।
আমি ভুল, ভুল, ভুল,আমি ভুল পথে ভুল করছি।
কান্নার ফোটা জলে মিশিয়ে, আমি তোমার সঙ্গে যাবো।
আমার ভুলটা জেনে নিও,আমার ভুলটা জেনে নিও।
কথার চড়া দামের মাঝে মূল্য একটু দিও,
রাস্তায় ঢাকা শত মানুষের, ভিড়টি টেলে দিও,
তুমি আমায় চিনে নিও,তুমি আমায় চিনে নিও।
গভীর কোনো অন্ধকারে নিশি জাগ্রত মনে,
আমি বসে থাকবো, আমি দাড়িয়ে থাকবো,
আমি পায়চারি তে থাকবো,তুমি একটু ভেবে দেখো।
আমি থামার প্রয়াসে থাকবো,আমি থামার প্রয়াস রাখবো।
তুমি একটু সহনীয়,তুমি সত্যিই সহনীয়।
বন্য পশুর জঙ্গলেতে কখনো না যেয়ো,
আমি চিন্তায় পড়ে থাকবো,
আমি ভীতু মনে থাকবো।
তুমি সাবধানতা নিও, তুমি সাবধানতায় থেকো।
আমি চিন্তায় থাকবো,আমি চিন্তিত থাকবো।
দেখা করার ইচ্ছে ছিল,আমি দেখা করবো।
তুমি অপেক্ষায় থেকো,আমি নিশ্চয় আসবো।
তিক্ত সব কিছু ভুলে গিয়ে,ক্ষীণ আলোয় পড়ে রয়েছি।
বিশ্ব যখন মুখরিত,এক কোনেতে গুঁজে রয়েছি।
No comments