আবার_এসো
আবার_এসো
তুমি যেয়ো না ফেলে আমায়,
আমি ভাবছি তোমার কথা।
জমানো রেখেছি তোমায়,
তুমি এসো পাতায় পাতায়,
তুমি আসো পাতায় পাতায়।
মন খারাপের সময়,
শুধু তোমায় নিয়ে ভাবি।
তোমার থাকা স্মৃতি গুলো,
আগলে আগলে রাখি,
আমি যত্ন নিয়ে রাখি।
আমি কান্না করব বলে।
প্রতি কান্নার বিন্দু,
শুধু তোমায় নিয়ে বলে,
তোমার স্মৃতি মনে করে।
আমি অপেক্ষাতে থাকব,
তুমি ফিরলে তোমায় ডাকব।
তবে মনকে ভালো রাখব,
আমি ভালো মনে থাকবো,
আমি কষ্ট সহে থাকবো।
তুমি পিছন ফিরে দেখো,
আমি হাসি মুখই রাখবো।
তুমি একটু রেগে যেয়ো,
লুকিয়ে জল মুছবো,
আমি হাসি মুখেই কাঁদবো।
বিদায় দিলাম তোমায়,
ইচ্ছা হলেই এসো।
তুমি আবার ফিরে এসো,
আমি তোমার আশায় থাকবো,
আমি আমার বাসায় থাকবো।
No comments