ধুমকেতুঃ১
আবেগ শুন্য চোখে, ব্যস্ত শহরের, কোলাহল যুক্ত রাস্তার দিকে তাকিয়ে আছে।সে জানেনা সে কেনো এখানে তাকয়ে আছে।আর দেখে মনে হচ্ছে জানার ইচ্ছে ও নেই।
সে এবার তার চোখ আকাশের দিকে নিল,
এবং বলতে শুরু করলো,
আকাশ তোমার মেঘ কোথায়,
মেঘ ছাড়া তোমাকে অদ্ভুত লাগছে,বলেই হাহাহা করে হাসতে শুরু করলো।
তার পাশে একটি ছেলে দারিয়ে তাকে জিগ্যেস করলো, আকাশের মেঘ দিয়ে তুমি কি করবে?
বলবো না। তোমাকে মেঘ দিলে তুমি কি করতে?আমি,
আমিতো হাতের মুঠোয় করে নিয়ে তাকে বন্দী করে রাখবো আমার চিলেকোঠায়।
যেন যে কোন সময় আমি তাকে দেখতে পাই।
বাহ্ ভালো বলেছো।
এবার তাহলে তোমার টা বলো?
আমি তো মেঘটাকে তার জায়গাতেই রেখে দিতাম,
কেনো?
জেনো আমার সাথে আমার প্রিয়জনেরা ও দেখতে পারে কারণ,একা মেঘ দেখার কোন আনন্দ নেই। তুমি কি বলো?
আমাকে হারিয়ে দিলে তুমি পাগল....
☁ ☁ ☁ ☁
সে এবার তার চোখ আকাশের দিকে নিল,
এবং বলতে শুরু করলো,
আকাশ তোমার মেঘ কোথায়,
![]() |
PH:Kawsar Ahmed Mridul |
মেঘ ছাড়া তোমাকে অদ্ভুত লাগছে,বলেই হাহাহা করে হাসতে শুরু করলো।
তার পাশে একটি ছেলে দারিয়ে তাকে জিগ্যেস করলো, আকাশের মেঘ দিয়ে তুমি কি করবে?
বলবো না। তোমাকে মেঘ দিলে তুমি কি করতে?আমি,
আমিতো হাতের মুঠোয় করে নিয়ে তাকে বন্দী করে রাখবো আমার চিলেকোঠায়।
যেন যে কোন সময় আমি তাকে দেখতে পাই।
বাহ্ ভালো বলেছো।
এবার তাহলে তোমার টা বলো?
আমি তো মেঘটাকে তার জায়গাতেই রেখে দিতাম,
কেনো?
জেনো আমার সাথে আমার প্রিয়জনেরা ও দেখতে পারে কারণ,একা মেঘ দেখার কোন আনন্দ নেই। তুমি কি বলো?
আমাকে হারিয়ে দিলে তুমি পাগল....
☁ ☁ ☁ ☁
No comments