নীল কাব্য ঃ ১
এসো,
কোথায়?
জানিনা, যাবে নাকি বলো।
কেন? যাবো,তোমার সাথে।
সে দিন কোথায় ছিলে তুমি,
তোমার অপেক্ষায়, যে দিন
আমার অনিশ্চিত ভাঙা ঘুম
দিতে হয়েছিলো।
তোমাকে ভালোবাসা আমার ভুল
ছিলো না।
তোমাকে বিশ্বাস করাই হয়তো আমার ভুল ছিলো।
নয়তো, অপেহ্মা করা।
তুমি তো সে দিন ও আসোনি,
যে দুজেনের মেঘনার পাড় ধরে হাটার কথা ছিলো।
তুমি সে দিন ও আসোনি।
বলতে পারবে কেনো আসোনি।
জানি পারবেন না।
তাদের এই কথার উত্তর হয়তো কারোরই জানা নেই।
মেয়েটি পাগল হয়ে এইসব বলছিলো।
ছেলেটির কবরের পাশে দারিয়ে।
কিছু ভালোবাসা এভাবেই অসমাপ্ত নীল কাব্যের পাতায় দু একটি লাইন হয়ে পরে রয় উপন্যাসের বই এ,
শুধু মাত্র দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদেরও কিছু করার নেই।
তবে যাদের করার ছিলো, তারা হয়তো করলে, আমাদের দুঃখ প্রকাশ টুকূ করতে হতোনা।
কোথায়?
জানিনা, যাবে নাকি বলো।
কেন? যাবো,তোমার সাথে।
সে দিন কোথায় ছিলে তুমি,
তোমার অপেক্ষায়, যে দিন
আমার অনিশ্চিত ভাঙা ঘুম
দিতে হয়েছিলো।
তোমাকে ভালোবাসা আমার ভুল
ছিলো না।
তোমাকে বিশ্বাস করাই হয়তো আমার ভুল ছিলো।
![]() |
PH:Kawsar Ahmed Mridul |
নয়তো, অপেহ্মা করা।
তুমি তো সে দিন ও আসোনি,
যে দুজেনের মেঘনার পাড় ধরে হাটার কথা ছিলো।
তুমি সে দিন ও আসোনি।
বলতে পারবে কেনো আসোনি।
জানি পারবেন না।
তাদের এই কথার উত্তর হয়তো কারোরই জানা নেই।
মেয়েটি পাগল হয়ে এইসব বলছিলো।
ছেলেটির কবরের পাশে দারিয়ে।
কিছু ভালোবাসা এভাবেই অসমাপ্ত নীল কাব্যের পাতায় দু একটি লাইন হয়ে পরে রয় উপন্যাসের বই এ,
শুধু মাত্র দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদেরও কিছু করার নেই।
তবে যাদের করার ছিলো, তারা হয়তো করলে, আমাদের দুঃখ প্রকাশ টুকূ করতে হতোনা।
No comments