ধুমকেতু ঃ৩

দু চোখে বিষাদ নাকি বিস্ময় তা বোঝার উপায় নেই।অতিথি পাখিদের মতো দৃষ্টি,
সে দৃষ্টি তে কোন হেলা ফেলা নেই,নেই কোন অবসাদ।
কি দেখছো এভাবে?
কিছুই না।
ওহ তাহলে কিছু ভাবছো নাকি?
PH:Kawsar Ahmed Mridul

হ্যে, আচ্ছা ভিহ্মুকদের কেমন লাগে তোমার কাছে?
কেমন লাগে মানে ভিহ্মুকদের ভিহ্মুকের মতই লাগে।
সৃষ্টিকর্তা পৃথিবীতে ভিহ্মুক কেনো রেখেছে যানো?
কেন আবার আমারা যেন দান করে পুন্য পেতা পাড়ি তাই।
শুধুই কি পূন্যর জন্য?
হুম নয়তো কি?তুমি বলো?
ভিহ্মুকদের রাখা হয়েছে মানুষের চরিত্র এবং ব্যক্তিত্ত বোঝার জন্য, মানুষের মন বোঝার জন্য।
তুমি কি আসলেই পাগল?
হুম অবশ্যই আমি পাগল।

No comments

Powered by Blogger.