মূল্যহীন

মূল্যহীন

অতীত আমায় বড্ড জ্বালায়
বড্ড বেশী পুড়ায়
অতীত আমায় শিক্ষা দিলো
আপন নেই এই ধরায়।

স্বার্থ আছে সবাই আছে
স্বার্থ শেষে বিদায়
যাকে আমি মা ডাকি
কাটছে সময় তার অবহেলায়।

সফল হলে ভালো আমি
সুনাম কত শুনি
ব্যর্থ হলেই শুরু হয়ে যায়
সমালোচনার ঝড় দিবারাত্রি। 

বড় হয়েছি বুঝতে শিখেছি
বুঝে গেছি সব
দুনিয়ায় আমি মূল্যহীন
আসল আমার রব।

ভুলের মাঝে আজকে আমি
পেলাম খুঁজে পথ
ভুল ছেড়ে তাই
ভালো হবো নিলাম শপথ।
Natural Beauty.specialtyintelligencee.blogspot.com

No comments

Powered by Blogger.